বাংলাদেশ বার কাউন্সিল। (ফাইল ছবি)

হাইকোর্টে তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ফের পিছিয়েছে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ফলে পূর্বনির্ধারিত তারিখ ০২ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) প্রকাশিত বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মোঃ আফজালুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যে কোনো প্রকার মোবাইল ফোন, ইয়ার ফোন, হিয়ারিং ডিভাইস, ক্যালকুলেটরসহ কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এছাড়া লিখিত পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর বার কাউন্সিল ভবন থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম ডেস্ক