আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Set off: এর অর্থ পারস্পরিক দায়শোধ

আবদুল হামিদ: দেওয়ানী কার্যবিধির ৮ নং আদেশের ৬ নং নিয়মানুসারে লিখিত বিবৃতিতে পারস্পরিক দায়শোধের বর্ণনা দান করিতে হইবে।

৭নং আদেশে ১নং নিয়মানুসারে, যেই ক্ষেত্রে বাদী তাহার আংশিক দাবি পারস্পরিকভাবে পরিশোধে রাজী হইয়াছে বা বর্জন করিয়াছে, সে ক্ষেত্রে দাবি যে অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হইয়াছে, তাহা আরজিতে উল্লেখ করিতে হইবে।

লেখক: জেলা ও দায়রা জজ

(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)