আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Temporary Injunction: এর অর্থ অস্থায়ী নিষেধাজ্ঞা

আবদুল হামিদ: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৩ ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞায় বলা হইয়াছে যে, অস্থায়ী নিষেধাজ্ঞা হইতেছে তেমন নিরোধ যাহা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত কার্যকর থাকে। মামলার যে কোনো অবস্থাতেই তাহা মঞ্জুর করা যায় এবং দেওয়ানী কার্যবিধির দ্বারা তাহা নিয়ন্ত্রিত হয়।

দেওয়ানী কার্যবিধির ৩৯ নং আদেশের ১ নং নিয়মানুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়।

লেখক: জেলা ও দায়রা জজ