আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Theft: এর অর্থ চুরি

আবদুল হামিদ: দণ্ডবিধির ৩৭৮ ধারায় চুরির সংজ্ঞায় বলা হইয়াছে যে, যদি কোনো ব্যক্তি কাহারও দখল হইতে কোনো অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে অসাধুভাবে গ্রহণ করিবার উদ্দেশ্য লইয়া উক্ত সম্পত্তি অনুরূপে গ্রহণের জন্য অপসারণ করে, তাহা হইলে সেই ব্যক্তি চুরি করিয়াছে বলিয়া গণ্য হইবে।
লেখক: জেলা ও দায়রা জজ