আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Trustee: এর অর্থ জিম্মাদার

আবদুল হামিদ: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩ ধারায় বলা হইয়াছে যে, জিম্মাদার বলিতে এমন প্রতিটি ব্যক্তি অন্তর্ভুক্ত হইবে যে সুস্পষ্টভাবে, ইঙ্গিতবোধকভাবে অথবা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী।

১৮৮২ সালের Trust Act এর বিধানবলী সাপেক্ষে জিম্মাদারের দায়িত্ব ও ক্ষমতা নিয়ন্ত্রিত হয়।

লেখক: জেলা ও দায়রা জজ