আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Unsound Mind: অসুস্থ মস্তিষ্ক, অপ্রকৃতিস্থ ব্যক্তি

আবদুল হামিদ: যে বা যিনি ভাল মন্দ বা কাজের প্রকৃতি বুঝিতে পারেন না, তাহাকে অপ্রকৃতিস্থ ব্যক্তি বলা হয়। দণ্ডবিধির ৮৪ ধারা অনুসারে কোনো ব্যক্তি কর্তৃক কৃত কোনো কিছু অপরাধ নয় যে ব্যক্তি অনুরূপ অপরাধ অনুষ্ঠানকালে অপ্রকৃতিস্থতার কারণে কার্যটি প্রকৃতি সম্পর্কে অবহিত হইতে সমর্থ ছিল না অথবা সে যে আইনের দৃষ্টিতে অপরাধ বা আইনের পরিপন্থী কাজ করিতেছে তাহা বুঝার বা জানার অযোগ্য।

চুক্তি আইন অনুসারে অপ্রকৃতিস্থ ব্যক্তি কোনো চুক্তি করিতে পারে না। অপ্রকৃতিস্থ অবস্থায় কোনো ব্যক্তি চুক্তি করিলে তাহা চুক্তি আইনের ১৩ ধারা অনুসারে বাতিলযোগ্য হইবে।

তামাদী আইনের ৬ ধারা অনুসারে অপ্রকৃতিস্থতা কোনো মোকদ্দমা দায়েয়ের ক্ষেত্রে বৈধ অপরাগতা বলিয়া গণ্য হইবে এবং প্রকৃতিস্থ হওয়ার পরে মামলায় তামাদী গণনা হইবে।

কোনো ব্যক্তি অপ্রকৃতিস্থ বা অপ্রকৃতিস্থ ছিল কি না তাহা প্রমাণের ভার সাক্ষ্য আইনের ১০৫ ধারা অনুসারে যিনি দাবি করেন তাহা প্রমাণ করিবেন।

 লেখক: জেলা ও দায়রা জজ