বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অন্তর্ভুক্তির আহবান

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে হাইকোর্ট সনদপ্রাপ্ত অ্যাডভোকেটদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ গ্রহণে ইচ্ছুক আইনজীবীদেরকে সমিতি অফিস থেকে নির্ধারিত আবেদনপত্র গ্রহণ করে পূরণকৃত ফরম আগামী পহেলা জানুয়ারি ২০১৮ থেকে জমা দিতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী সদস্য অ্যাডভোকেট দেবুল কুমার দে’র কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পূরণকৃত ফরম জমা দেয়ার পর তা যাচাই বাচাই করা হবে এবং সমিতির পরবর্তী নোটিশে ভাইভার জন্য তারিখ ঘোষণা করা হবে। এরপর ভাইভা উত্তীর্ণরা নির্ধারিত টাকা জমা দিয়ে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

নোটিশ

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম