আইন সমিতিতে নতুন নেতৃত্ব

আইন সমিতিতে নতুন নেতৃত্ব

বাংলাদেশ আইন সমিতির ৩২তম বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলার মুখ্য বিচারিক হাকিম শহিদুল ইসলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার ভবনে সমিতির ৩২তম বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ আইন সমিতির ৩২তম বার্ষিক সম্মেলন

এ দিন বিকেলে সম্মেলন অধিবেশন শেষে মোঃ কারুজ্জামান আনসারী’কে সভাপতি ও শহিদুল ইসলাম ফারুক’কে সাধারণ সম্পাদক করে আইন সমিতির নতুন নেতৃত্বদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শফিউল আলম, ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার, নির্বাচন কমিশনের উপসচিব মতিউর রহমান, জেলা জজ এ কে এম আবদুল মান্নান। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া ও অর্থ সম্পাদক আইনজীবী নোমান হোসাইন তালুকদার।

অপরদিকে, সদস্য পদে সংসদ সদস্য হোসনে আরা, এ কে এম আফজাল মনির, বিডিআর বিদ্রোহের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মুনজুর আলম, নুরুল আলম সিদ্দিকীসহ ৪১ জন নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম