খালেদা জিয়ার টুইট

১০ বছরে প্রায় ৭৫০ জন গুম, খালেদা জিয়ার টুইট

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার টুইটার অ্যাকাউন্টে দাবি করেছেন, দেশে গত ১০ বছরে কমপক্ষে প্রায় ৭৫০ জন গুম হয়েছে। আর এই গুম করেছে সরকারি বাহিনী। তিনি এর অবসান কামনা করেছেন টুইটে।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তিনটার দিকে তিনি তার অ্যাকাউন্ট থেকে এ টুইট করেন।

খালেদা জিয়া তার টুইটে গুমের জন্য সরকারি বাহিনীকে দায়ী করলেও কোনও নির্দিষ্ট বাহিনীর নাম উল্লেখ করেননি।

টুইটে খালেদা জিয়া বলেন, ‘২০১৩’র কাল ডিসেম্বরে ১৯ জন বিএনপি কর্মীকে গুম করা হয়েছিল, আজও তারা ফেরেননি। গত ১০ বছরে কমপক্ষে প্রায় ৭৫০ জন গণতন্ত্রকামী কর্মীকে গুম করেছে সরকারি বাহিনী। গুমের শিকার মানুষের সন্তান, পিতা-মাতা, স্ত্রীর কান্নার রোল থামছে না। এর অবসান চাই।’

নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম