১৪ জেলা রেজিস্ট্রারকে বদলি, পদোন্নতিপ্রাপ্ত ৭ জনকে পদায়ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদফতরের ১৪ জন জেলা রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।

একইসঙ্গে পদোন্নতিপ্রাপ্ত ৭ জন জেলা রেজিস্ট্রারকে পদায়ন করা হয়েছে।

বদলি ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বদলির আদেশপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারদের মধ্যে জিয়াউল হককে গাজীপুর থেকে কিশোরগঞ্জ; গোলাম ফারুককে বরগুনা থেকে নাটোর; আনন্দ বর্মনকে নাটোর থেকে চাঁপাইনবাবগঞ্জ; আব্দুর রেজ্জাককে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদারীপুর; মুন্সী মোখলেছুর রহমানকে ঝালকাঠি থেকে গাজীপুর; সৈয়দা রওশন আরাকে হবিগঞ্জ থেকে চাঁদপুর; মোস্তাক আহমেদকে চাঁদপুর থেকে মানিকগঞ্জ; সরকার লুৎফুল কবীরকে লালমনিরহাট থেকে ময়মনসিংহ; মো. মকবুল হোসেনকে রংপুর থেকে বগুড়া; আব্দুস সালাম প্রামাণিককে নীলফামারী থেকে রংপুর; মো. আনোয়ারুল হক চৌধুরীকে গোপালগঞ্জ থেকে যশোর; শেখ মো. হাবীবুল্লাহকে নড়াইল থেকে বরিশাল; মোহসীন মিয়াকে মাগুরা থেকে দিনাজপুর এবং মো. লুৎফর রহমানকে দিনাজপুর থেকে নীলফামারীতে বদলি করা হয়েছে।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৭ জন জেলা রেজিস্ট্রারের মধ্যে মো. হেলাল উদ্দীনকে ঝালকাঠি; ইলিয়াস হোসেনকে হবিগঞ্জ; তাপস কুমার রায়কে লালমনিরহাট; গাজী আবু হানিফকে গোপালগঞ্জ; আবু বকর মো. আবদুল মুজিবকে বরগুনা; মিজানুর রহমান তালুকদারকে নড়াইল এবং আবুল বাশার হাওলাদারকে মাগুরায় জেলা রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।