বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ (ফাইল ছবি)

বিচারক অপসারণে আওয়ামী লীগ নেতারাই যথেষ্ট: ব্যারিস্টার মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিচারক অপসারণে সংবিধানের ষোড়শ সংশোধনীর আর প্রয়োজন নেই, এর জন্য আওয়ামী লীগ নেতারাই যথেষ্ট। কোনো বিচারপতিকে অপসারণ করতে হলে তাদের দলীয় নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিলেই হবে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সাবেক এ আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধান বিচারপতি রায়ে লিখেছেন সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সারা শরীর পানির নিচে, শুধু নাকটা পানির ওপর। তিনি আরও বলেন, এক ঘণ্টার জন্যও প্রধান বিচারপতির পদ শূন্য রাখার বিধান নেই। অথচ প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্ট চলছে।

মওদুদ আহমদ বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এ জন্য আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, উন্নয়ন ও গণতন্ত্র এক জিনিস নয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আল-হারুন, আবদুল মতিন লিটন, আবদুল্লাহ আল মামুন, শওকত হোসেন সগির, ছাত্রদল সভাপতি ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন প্রমুখ।

জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম