আনসার বিদ্রোহ: খালাসপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহাল নিয়ে রায় ২ আগস্ট
বাংলাদেশের সর্বোচ্চ আদালত

তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সুপ্রিম কোর্টে দায়িত্বরত তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন, এ আর এম হাসানুজ্জামান উজ্জ্বল, গাজী মামুন ও জাহাঙ্গীর হোসেন।

আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। তবে পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তবে কী কারণে তারা পদত্যাগ করেছেন তা জানাতে পারেনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দীন। পরে এ বিষয়ে জানতে পদত্যাগপত্র জমাদানকারী মো. জাহাংগীর আলমকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদন্নোতি দিয়ে ও নতুন করে ৩৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগে পদোন্নতি না পাওয়ায় তারা পদত্যাগ করেছেন বলে গুঞ্জন রয়েছে।

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম