সাক্ষীকে আসামি বানিয়ে হাজতে প্রেরণ, ওসিকে প্রত্যাহারের নির্দেশ আদালতের

মামলার সাক্ষীকে আসামি বানিয়ে হাজতে পাঠানোর ঘটনায় শশী ভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সিকদারকে থানা থেকে প্রতাহারসহ ভবিষ্যতে এরুপ গুরুত্বপূর্ণ পদে পদায়ন না করার নির্দেশ দিয়েছেন আদালত।

চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতের বিচারক শিবলী নোমন খাঁন ভোলার পুলিশ সুপারকে গতকাল বুধবার (১০ জানুয়ারি) এ নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী আদেশের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভোলার পুলিশ সুপার এবং বরিশাল রেঞ্জের ডিআইজি বরাবর পাঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতের বেঞ্চ সহকারী শ্রী বাস চন্দ্র দাস এ সব তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার গ্রেফতারের পর সাক্ষী আবুল কাশেমকে আসামি বানিয়ে জেল হাজতে পাঠানোর পর বাদী এবং সাক্ষীর স্বজনরা বিষয়টি আদালতকে অবগত করলে আদালত শশীভূষণ থানার ওসি হানিফ সিকদার এবং এসআই জাকির হোসেনকে তলব করেন। মঙ্গলবার ভোলা জেল হাজত থেকে আবুল কাশেমকে চরফ্যাশন আদালতে এনে সংশ্লিষ্ট ইউপি সদস্য, ওসি এবং এসআইয়ের জবানবন্দি শুনে স্বাক্ষী আবুল কাশেমকে অব্যাহতি দিয়েছেন। আবুল কাশেম চরকলমী ইউনিয়নের দক্ষিণ চর মঙ্গল গ্রামের আলী আহাম্মদের ছেলে।

জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম