ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা জমে ওঠেছে

ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন ২০১৮ আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ১৫টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা আইনজীবী ঐক্য পরিষদ এর ব্যানারে দুইটি প্যানেলে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জয়ের লক্ষ্যে উভয় প্যানেলের প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে ওঠেছে পেশাজীবী সংগঠনের এ নির্বাচন।

সূত্রে জানা গেছে, হাফেজ আহম্মদ-মো. শামদুল হুদার নেতৃত্বে সম্মিলিত আইনজীবী পরিষদ ও আবুল বশর চৌধুরী-মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ এর দুইটি প্যানেলভুক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

হাফেজ আহম্মদ-মো. শামদুল হুদার নেতৃত্বে সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে হাফেজ আহম্মদ, সহ-সভাপতি পদে নুরুল ইসলাম (২), হৃষীকেশ মজুমদার, সাধারণ সম্পাদক পদে মো. শামসুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. হামিদ মজুমদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরফুদ্দিন আহমেদ ডালিম, অডিটর পদে- মো. ওমর ফারুক ভূঁঞা শিপলু, অর্থ সম্পাদক পদে আবদুল ওহাব দুলাল, লাইব্রেরী সম্পাদক পদে পিয়াস মজুমদার, সদস্য পদে- সাইফুদ্দিন মজুমদার, মো. আশরাফ আলী ভূঁঞা, মাসুদুর রহমান, শিপন কুমার বিশ্বাস, বাদল চন্দ্র দেবনাথ ও মো. আমির হোসেন সুমন।

উক্ত প্যানেলের সভাপতি প্রার্থী হাফেজ আহম্মদ জানান, ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ কেন্দ্রীক চিন্তার বিপরীতে আইনজীবীদের সার্বজনীন স্বার্থ রক্ষায় নিবেদিত, আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, দৃঢ় মানসিক ও সাংগঠনিক ক্ষমতাবান, সৎ, কর্মঠ যোগ্য ও প্রগতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়াসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সমিতিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোটারদের প্রতি তার প্যানেলকে জয়যুক্ত করার আহ্বান জানান।

অপরদিকে আবুল বশর চৌধুরী-মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে আবুল বশর চৌধুরী, সহ-সভাপতি পদে আফম আহসান উল্যাহ, মো. এছহাক, সাধারণ সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. বেলায়েত হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মুজিবুর রহমান, অডিটর পদে- এমদাদ হোসাইন, অর্থ সম্পাদক পদে কামরুজ্জামান, লাইব্রেরী সম্পাদক পদে নুরুল আনোয়ার ভূঁঞা, সদস্য পদে- বোরহান উদ্দিন চৌধুরী, মো. নুরুল আলম, কাজী মো. শাহজালাল, ফারহান নুর ফাহিম, রেজাউল করিম তুহিন ও মিজানুর রহমান ফিরোজ।

ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার এ কে এম ফয়জুল হক মিল্কী ১৫ পদে দুইটি প্যানেলের ৩০ জন প্রার্থীর প্রতিদ্বন্ধিতার সত্যতা নিশ্চিত করেন।

জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম