বাংলাদেশের সর্বোচ্চ আদালত

যৌন হয়রানি: তদন্তের ব্যাখ্যা দিতে বুয়েটের তিন শিক্ষককে হাইকোর্টে তলব

তিন ছাত্রীকে যৌন হয়রানি ও এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদনের ব্যাখ্যা দিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টায় তাদেরকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

ওই তিন শিক্ষক হলেন- তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. কামরুল আহসান, সদস্য ড. মো. মাকসুদ হেলালী ও ড. রওশন মমতাজ।

বৃহস্পতিবার (১৮ জানয়ারি) বিচারক গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। পরে তিনি আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।