ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৮ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে ১৫টি পদে প্রার্থীরা অংশ নিচ্ছেন।

ওইদিন শহীদ অ্যাডভোকেট আমিনুল হক ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মো. জালাল উদ্দিন খান ও সৌম্যেন্দ্র কিশোর চৌধুরী। অন্যদিকে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু। সাধারণ সম্পাদক পদে ভোটে লড়ছেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান।

এ নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেলকে জয়ী করতে প্রচারণায় নেমেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দিনভর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমেল, ছাত্রলীগ নেতা তাভীর জোবায়ের ইসলাম তারিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা আইনজীবী সমিতির গত নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছিলো। বাদবাকি ১০টি পদে আওয়ামী পন্থী প্রার্থীরা বিজয়মাল্য পড়েন।

জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম