আইনজীবী সমিতিতে চুরির সময় যুবক আটক

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে চুরির সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন আইনজীবীরা। সমিতির সিনিয়র আইনজীবী এম. জুলকদর রহমান জানান, বুধবার সন্ধ্যায় তার চেম্বারে এ ঘটনা ঘটে।

আটক আহমেদ শেখ (২০) টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারকুল গ্রামের আজিজুর শেখের ছেলে।

জুলকদর বলেন, গত সোমবার আহমেদ তার চেম্বারে ঢুকে একটি মোবাইল ফোন চুরি করে। বুধবার আবার মোবাইল চুরি করতে এলে তাকে হাতে নাতে আটক করা হয়।

“এছাড়া গত ২৮ নভেম্বর রাতে চিকিৎসক সেজে গোপালগঞ্জ সদর হাসপাতালে ডিউটি করে। রাত দেড়টার দিকে তিন রোগীর মোবাইল ফোন, ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় সে।”

এ ঘটনায় মন্টু শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান জুলকদার।

তিনি বলেন, আহমেদ হাসপাতালে ও তার চেম্বারে চুরির কথা স্বীকার করেছে। এছাড়া সে আন্তঃজেলা চোর দলের সদস্য বলে জানিয়েছে।

গোপালগঞ্জ সদর হাসপতালের সহকারী পরিচালক চৌধুরী ফরিদুল ইসলাম বলেন, হাসপাতালে আউট সোর্সিং এর লোকজন কাজ করায় দায়িত্বরতরা আহমেদকে তাদের একজন মনে করেছে। এ সুযোগে সে চুরি করে।

হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে বলে গোপালগঞ্জ সদর হাসপতালের পরিদর্শক গোলাম জানান। খবর বিডিনিউজের