সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক (ফাইল ছবি)

উচ্চ আদালতের সর্বস্তরে বাংলা চালুতে বিচারপতিদের মানসিকতাই যথেষ্ট

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক বলেছেন, ভাষা আন্দোলনের ভিত্তিতেই আমাদের স্বাধীনতা এসেছিল। কিন্তু সর্বস্তরে এখনো বাংলা চালু হয়নি। বাংলা ব্যবহার সব ক্ষেত্রেই হওয়া উচিত।

উচ্চ আদালতের সর্বস্তরে বাংলার ব্যবহার চালু করা প্রয়োজন। আর এজন্য প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের মানসিকতাই যথেষ্ট। তারা চাইলে বাংলার ব্যবহার চালু করতে পারেন। এটা আর কিছু না, মানসিকতা থাকলে সম্ভব। আশাকরি বর্তমান প্রধান বিচারপতি উচ্চ আদালতের সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের উদ্যোগ নেবেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে এবিএম খায়রুল হক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার এসব কথা বলেন।