আদালতেই মারা গেলেন এসআই!

ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দায়িত্ব পালনকালে আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন (৫০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

হৃদরোগে আক্রান্ত হয়ে দেলওয়ার হোসেনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

বিচারিক হাকিম আদালতের নাজির খোরশেদ আলম জানান, কোর্ট পুলিশের এসআই দেলওয়ার হোসেন আজ সোনাগাজীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম অসীম কুমার দের আদালতে দায়িত্ব পালন করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ আদালত কক্ষে অচেতন হয়ে পড়ে যান তিনি। তাঁর সহকর্মী ও আদালতে দায়িত্ব পালনকারীরা দ্রুত ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক এসআই দেলওয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

একই তথ্য জানিয়েছেন ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক নাজিম উদ্দিন।

এসআই দেলওয়ার হোসেনের মৃত্যুর কারণ প্রসঙ্গে ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে এসআই দেলওয়ার হোসেনের মৃত্যু হয়েছে। আগামীকাল তাঁর ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এনটিভি