চট্টগ্রাম বারের নবনির্বাচিত কমিটিকে গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সংবর্ধনা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ১৮’ এর নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা দিয়েছে
‘লিবারেল ডেমোক্রেটিক পার্টি’ (এল.ডি.পি.) বাংলাদেশ সমর্থিত সংগঠন ‘গণতান্ত্রিক আইনজীবী ফোরাম’।

আজ বুধবার (২৮ নভেম্বর ) বিকেল ৩টায় জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিথ ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এল.ডি.পি.) সভাপতি ড. কর্ণেল অলি আহমদ (অব:) বীর বিক্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আইনজীবীরা জাতির বিবেক। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ রক্ষায় রাজনৈতিক মমতাদর্শের উর্ধ্বে আপনাদের জাগ্রত থাকতে হবে। বারে একজন আইনজীবী হিসাবে থাকবেন। বারের বাইরে গেলে রাজনৈতিক পরিচয় দিবেন। আজকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নজির স্থাপন করেছে। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলেও সবাই আজকে এক সভায় উপস্থিত আছি। এলডিপির সমর্থিত আইনজীবী ফোরামের পক্ষ হতে নতুন কার্যনির্বাহী পরিষদকে ফুলেল সংবর্ধনা বাংলাদেশ এর জন্য একটি ইতিহাস রচনা করল।”

গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইনজীবী ঐক্য পরিষদের আহব্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ কফিল উদ্দীন চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, সংবর্ধিত চট্টগ্রাম বারের নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এবং সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণতান্ত্রিক আইনজীবী ফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মো: শফিকুল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির প্রবীনতম আইনজীবী, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

এছাড়াও অনুষ্ঠানে সমিতির কয়েক শতাধিক বিজ্ঞ সদস্যগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি ১৮’ এর নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা হলেন, অ্যাডভোকেট মোহাম্মদ ছুরত জামাল, সহ–সভাপতি পদে অ্যাডভোকেট মো. নুরুদ্দিন আরিফ চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিন খোকন, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল হক চৌধুরী সেলিম, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নুরুল করিম এরফান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট হাসনা হেনা, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. অ্যাডভোকেট রাশেদুল আজম রাশেদ।

নির্বাহী সদস্যের ১০টি পদে অ্যাডভোকেট মো. লোকমান, মোহাম্মদ ইয়াছিন, অ্যাডভোকেট মুহাম্মদ আকিব চৌধুরী , অ্যাডভোকেট এইচ এস সোহরাওোয়ার্দী, অ্যাডভোকেট মোহাম্মদ এহছানুল হক, অ্যাডভোকেট মো. এনামুল হক, অ্যাডভোকেট মো. হাসান কায়েস, অ্যাডভোকেট ইয়াসিন মাহমুদ তানজিল, অ্যাডভোকেট ফারহানা রবিউল লিজা এবং অ্যাডভোকেট সেলিনা আক্তার।

রায়হান ওয়াজেদ চৌধুরী/চট্টগ্রাম প্রতিনিধি