ঢাকা বারে সভাপতি বিএনপি, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১২টায় এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন এবং বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।

সাদা প্যানেলের নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে মো. রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটোয়ারী, দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানির।

নীল প্যানেলের নির্বাচিতরা হলেন– সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন ও খেলাধূলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।

এছাড়া ১৫টি সদস্য পদের মধ্য সাদা প্যানেল ৮টি এবং নীল প্যানেল ৭ সদস্য পদে জয় পেয়েছে।

শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ভোট গণণা শুরু হয়েছে। দিনব্যাপী চলতে থাকে দ্বিতীয় দিনের মত ভোট গণনা। গণনা শেষ হয় রাত এগারোটার পর।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা বারের নিজস্ব ভবনের তিনতলায় ভোট গণনা শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে ওই জায়গায় হামলার ঘটনা ঘটে।হামলায় প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান আহত হন। এরপর গণনা স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ হয়। প্রথম দিন ৩ হাজার ৬৫২ ভোটার এবং দ্বিতীয় দিন ৫ হাজার ৩৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে দু’দিনে মোট ৮ হাজার ৯১১টি ভোট পড়ে।