চট্টগ্রাম বার ভবনের ভিতরে আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিসের সামনেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নারী ও শিশু আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ও সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট তারেক আহমেদ।

আজ বৃহস্পতিবার (৮ মার্চ) জেলা আইনজীবী সমিতির অফিস সংলগ্ন লিফটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় সমিতির কার্যলয় অফিসে বারের সভাপতি অ্যাড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দীনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তৎক্ষণাৎ নাম পরিচয় জানা যায়নি।

মাথার সামনের ভাগে রক্তাক্ত আহত হয়ে হামলার শিকার অ্যাডভোকেট তারেক আহমেদ এখন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জ্যেষ্ঠ সহকর্মীর ওপর হামলার নিন্দা জানিয়ে সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কমকে জানিয়েছেন, “আমি তরিক আহমেদ সাহেবের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে হামলাকারিদের আইনের আওতায় এনে গ্রেপ্তার পূর্বক বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেব।”

রায়হান ওয়াজেদ/চট্টগ্রাম প্রতিনিধি