বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

খালেদার জামিনাদেশে স্বাক্ষর করলেন দুই বিচারপতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিনাদেশে সই করেছেন দুই বিচারপতি।

স্বাক্ষরের পরে আজ মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে হাইকোর্টের আদান-প্রদান শাখা থেকে নিম্ন আদালতে আদেশটি পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে, গতকাল সোমবার (১২ মার্চ) অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই সাজা ভোগ করছেন।