নাটোরে ২ জেএমবি সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

নাটোরে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের পৃথক দুই ধারায় দুই জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের নগদ ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার রাককানাই গ্রামের ইউনুস আলীর ছেলে রাসেল ওরফে তামিম (২৩) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে আব্দুস সাত্তারের ছেলে মোফাজ্জেল হোসেন (৩১)।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।