বাংলাদেশ বার কাউন্সিল। (ফাইল ছবি)

শিক্ষানবীশ আইনজীবীদের ড্রেসকোড ও পরিচয়পত্র বাধ্যতামূলক

শিক্ষানবীশ আইনজীবীদের জন্য ড্রেসকোড ও পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

সম্প্রতি বার কাউন্সিলের সচিব মোঃ রফিকুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেশের সকল জেলা আইনজীবী সমিতিতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ ডিসেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক শিক্ষানবীশ আইনজীবীদের অ্যাডভোকেটশীপ তালিকাভূক্তির লিখিত পরীক্ষার আগে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আদালতে প্রবেশের ক্ষেত্রে কালো কোর্টের সঙ্গে লাল টাই পরা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট আইনজীবী সমিতির শিক্ষানবীশ আই.ডি কার্ড (পরিচয়পত্র) প্রদর্শন করে কোর্ট চলাকালীন সময়ে আদালত প্রাঙ্গণে অবস্থান করতে হবে।

একইসঙ্গে এসব নির্দেশনা অমান্য করলে উপযুক্ত প্রমাণ এবং সংশ্লিষ্ট আইনজীবী সমিতির অভিযোগের প্রেক্ষিতে রেজিস্ট্রেশন কার্ড বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।