হলি আর্টিজানে নিহতদের প্রত্যেক পরিবার ১৫ হাজার ইউরো পাবে

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলায় নিহত ১৯ জনের পরিবারের প্রত্যেককে ১৫ হাজার ইউরো করে দেবে সরকার। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি, ৯ জন ইতালীয়, ৬ জন জাপানি ও একজন ভারতীয়।

আজ রোববার (২৫ মার্চ) রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিহতদের পরিবারের হাতে ওই পরিমাণ অর্থের চেক তুলে দেবেন।

এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অর্থ দিয়ে কারও জীবনের মূল্য কখনো দেওয়া যায় না। মূলত নিহত অনেকের নামে ফাউন্ডেশন হয়েছে। সেখানে সরকার কিছু অর্থ সহযোগিতা করছে।

জানা গেছে, জাপানের একজনের পরিবার অর্থ না নেওয়ার কথা জানিয়েছে। বাংলাদেশি তিনজনের পরিবারের কাছে অর্থ দেওয়া হবে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি। এ ছাড়া হামলা প্রতিরোধ করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।