বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে বড় ভাই শহীদুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই শফিউল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৭ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সরকার পক্ষের কৌশুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আঞ্জুমান আরা এ তথ্য জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিউল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের হাদিসুল ইসলামের ছেলে। তার বড় ভাই নিহত শহীদুল ইসলাম সেনাবাহিনীর করপোরাল পদে বগুড়ায় কর্মরত ছিলেন।

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ২৬ মে সকালে সেনা সদস্য শহিদুল ইসলামকে পারিবারিক বিরোধের জের ধরে বাড়ির ছাদে কুপিয়ে হত্যা করে ছোট ভাই শফিউল। পরে বাড়ি সংলগ্ন একটি গাছ বেয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শহিদুলের লাশ উদ্ধার করে। পরে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন জান্নাত বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গত ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এম এম মাইনুল আলম। সাক্ষ্য শেষে মঙ্গলবার অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সেন্টু।