নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

লিখিত পরীক্ষার ফল প্রকাশ এপ্রিলের মাঝামাঝিতে: শ. ম. রেজাউল করিম

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের মাঝামঝি সময় অর্থাৎ ১৪ বা ১৫ তারিখ নাগাদ প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী শ. ম. রেজাউল করিম।

আজ সন্ধ্যায় ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম সম্পাদক ড. বদরুল হাসান কচি’র আরেক প্রশ্নের জবাবে বাংলাদেশ বার কাউন্সিলের এই প্রভাবশালী সদস্য সিনিয়র অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম জানান- বার কাউন্সিলের আসন্ন নির্বাচনের (মে মাসের ১৪ তারিখ) পূর্বেই অর্থাৎ বর্তমান কমিটি থাকাবস্থায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা সম্পন্ন করা হবে।

উল্লেখ, গত বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ হাজার ৮৪৬ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। গত বছর ২১ জুলাই নৈর্ব্যক্তিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৫ সালে পরীক্ষার মাধ্যমে আইনজীবী তালিকাভুক্ত করা হয়।