জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক এবং দুদক লোগো

সংসদের হুইপকে দুদকের তলব

জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন তাকে তলবি নোটিশ পাঠান।

আগামী ১৭ এপ্রিল সকাল ১০টায় তাঁকে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। ওই দিন সকাল ১০টায় তাকে দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য জানাতে বলা হয়েছে।

শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগের বিবরণীতে বলা হয়েছে, বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগানবাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুইটি প্লট; ধানমন্ডি ও গুলশানে দুইটি ফ্ল্যাট, নামে-বেনামে শতকোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর, কাবিখা ও স্কুল কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াসহ তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।