ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা

সাবেক প্রেসিডেন্ট লুলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কারাগারে থেকেই তাকে আপিল করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ঘুষ নেওয়ার অভিযোগ ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। তবে আপিলের সময়কালীন তিনি যেন কারাগারের বাইরে থাকতে পারেন সেই আবেদন করেছিলেন তার আইনজীবীরা।

লুলার দাবি, তার বিরুদ্ধে মামরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যেন অংশ নিতে না পারেন সেজন্য এমনটা করা হচ্ছে।

স্থানীয় জরিপ অনুযায়ী তিনিই এখন ভোটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।

সুপ্রিম কোর্ট পাঁচ-ছয়টি ম্যারাথন সেশনের পর বৃহস্পতিবার সকালে এই রায় দেয়। বিবিসি জানায়, গ্রেফতারের কাগজপত্র তৈরি না হওয়া পর্যন্ত ৭২ বছর বয়সী লুলা মুক্ত থাকতে পারবেন।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন লুলা। তার গ্রেফতারের আদেশের প্রতিবাদে প্রায় হাজার মানুষ সাও পাওলোতে বিক্ষোভ করেছেন।