আনসার বিদ্রোহ: খালাসপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহাল নিয়ে রায় ২ আগস্ট
বাংলাদেশের সর্বোচ্চ আদালত

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি মির্জা হোসেইন হায়দার

সুপ্রিম কোর্টের অবকাশে চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

আজ বুধবার (১১ এপ্রিল) আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্টার শেখ নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকার ঘোষিত ছুটিসহ সুপ্রিম কোর্টের অবকাশ কালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার আগামী ১৮, ২৪ ও ৩০ এপ্রিল সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানী গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।