জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ‘ধর্ষক’কে আটক করল পুলিশ

জরুরি সেবা সার্ভিস ৯৯৯ নম্বরে নারীকে ধর্ষণের অভিযোগের কল পেয়ে মানিক মিয়া (২৮) নামে এক কবিরাজকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মিহিষমারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মানিক মিয়া উপজেলার রাতগাঁও ইউনিয়নের পূর্ব ফটিককুলী গ্রামের বাসিন্দা। তিনি কবিরাজির নামে মানুষের সঙ্গে প্রতারণা করেন বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মহিষমারা গ্রামের এক নারীর মোবাইল ফোন চুরি হলে তিনি জানতে পারেন মানিক কবিরাজির মাধ্যমে তা উদ্ধার করতে পারবেন। পরে ডাক পেয়ে সোমবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে ওই নারীর বাড়িতে যান মানিক। তারপর মানিক একটি তাবিজ লিখে দেন এবং তার কথায় হাতে তাবিজ নিয়ে রাত ৩টায় তিন রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ান ওই নারী। এসময় ওই নারীর ছোটবোন ছাড়া বাড়ি থেকে আর কাউকে তার সঙ্গে আসতে দেননি মানিক। একপর্যায়ে ছোটবোনকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে বলে ওই নারীকে ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন মানিক। এসময় বিষয়টি টের পেয়ে নারীর ছোটবোন তাদের বাড়িতে খবর দেয়। পরে বাড়ি থেকে ওই নারীর ভাই জরুরি সেবা সার্ভিস নম্বর ৯৯৯-এ কল দিলে কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভোরে মানিককে গ্রেফতার করে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।