কল্যাণপুরে জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন ৩১ মে

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৩১ মে জমা দিতে নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এর আদালত নতুন এ দিন ধার্য করেন।

আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বানু গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ দিন ধার্য করেন।’

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’বাড়িতে রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনার দুই দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ১০ জনকে আসামি করা হয়।