সুপ্রিম কোর্টের স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের প্রতিনিধি দল যাচ্ছেন শ্রীলংকা

শিশু অধিকার বাস্তবায়ন করার জন্য শ্রীলঙ্কায় কী কী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করতে সে দেশে যাচ্ছেন সুপ্রিম কোর্টের স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের (এসসিএসসিসিআর) একটি প্রতিনিধি দল।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত শ্রীলঙ্কার আদালত ও কলম্বো শহরের থানাগুলো পরিদর্শন করবেন। এসময় শিশু অধিকার বাস্তবায়নে দেশটির কার্যকরী ভূমিকাগুলো পর্যবেক্ষণ করবেন তারা।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূইয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতিনিধি দল ২৮ এপ্রিল অথবা কাছাকাছি কোনো তারিখ ঢাকা ত্যাগ করবেন এবং আগামী ৫ এপ্রিল অথবা কাছাকাছি কোনো তারিখে দেশে ফিরে আসবেন।