বাংলাদেশের সর্বোচ্চ আদালত

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

 

ভোটের তারিখের মাত্র নয়দিন আগে এক রিট আবেদনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

আজ রোববার (৬ মে) বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মে এই সিটির ভোট করতে সব প্রস্তুতি চলছিল। প্রধান দুটি দলসহ সব দলের প্রার্থীরাই পুরোদমে প্রচার চালাচ্ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনে ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করে ২০১৩ সালে ১৬ জানুয়ারি গেজেট প্রকাশ করেছিল ইসি।

সেই গেজেট চ্যালেঞ্জ করে রোববার এক নম্বর শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করেন।

তার আবেদনের ওপর শুনানি নিয়েই হাই কোর্ট বেঞ্চ ভোট ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছে।