রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করবেন প্রধান বিচারপতি

 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, রবীন্দ্র সঙ্গীতের মতো গানের আরও অনুষ্ঠান করা প্রয়োজন। এটা খুবই ভালো একটি উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে আমিও পৃষ্ঠপোষকতা করবো।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনের মিলনায়তনে রবীন্দ্র সঙ্গীত অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন। গতকাল রোববার (৬ মে) সন্ধ্যায় ল’ইয়ার্স কালচারাল ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘এ ধরনের গানের অনুষ্ঠান আরও আয়োজন করা উচিত। খুবই ভালো একটি উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করবো।’

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, এডভোকেট এম সাইফুদ্দিন খোকন, ব্যারিস্টার নওরোজ মো: রাসেল চৌধুরীসহ বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতিসহ উপস্থিত অতিথিরা দীর্ঘ সময় বসে থেকে মুগ্ধ হয়ে রবীন্দ্র সঙ্গীত শোনেন।