বাংলাদেশের উচ্চ আদালত

বিজয় দিবসে দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

 

মহান বিজয় দিবসের বন্ধের দিনে হাইকোর্টের এক বিচারপতির দেয়া রায়ের বিরুদ্ধে বিবাদীপক্ষকে আপিল করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে যে সম্পত্তি নিয়ে মামলা চলছে সে সম্পত্তির ওপর স্থিতাবস্থা জারি করেছেন।

আজ বৃহস্পতিবার (২৪ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ বিবাদীপক্ষের করা লিভ টু আপিল গ্রহণ করে এ আদেশ দেন।

আদালতে লিভ টু আপিলকারী জোহরা খানমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ওয়াজি উল্লাহ।

ওই মামলার বিবরণ থেকে জানা যায়, বগুড়া সদরে অবস্থিত একটি সম্পত্তি নিয়ে একটি হাইকোর্ট বেঞ্চে মামলা করেছিলেন খাজা জয়নুল হক নামের এক ব্যক্তি। এই মামলায় বিবাদী ছিলেন জোহরা খানম নামের এক মহিলা। এরপর হাইকোর্টের রায়ে হেরে যান জোহরা বেগম। ২০১৫ সালের ১৬ ডিসেম্বর হাইকোর্টের তৎকালীন বিচারপতি মো. মিজানুর রহমান ভূঞা (বর্তমানে অবসরপ্রাপ্ত) ওই রায় দেন।

এরপর বিবাদী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে ১৬ ডিসেম্বর রায় দেয়ার বিষয়টি আপিল বিভাগ নথি তলব করে দেখতে পায়। কিন্তু ১৬ ডিসেম্বর দিন রায় দেওয়ার সুযোগ নেই, কারণ ওইদিন মহান বিজয় দিবসের ছুটি ছিল এবং ওইদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বন্ধ ছিল।