ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট পাইরেসি করে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪
গ্রেপ্তার (প্রতীকী ছবি)

ঢাকা মেডিকেলে ইয়াবাসহ আনসার সদস্য গ্রেপ্তার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইয়াবাসহ এক আনসার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আনসার সদস্যের নাম মো. আসাদ (৩৫)। আটক করার পর তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, আসাদ নামের এক আনসার সদস্যকে গতকাল দিবাগত রাত একটার দিকে ইয়াবা বড়িসহ আটক করে র‍্যাব-৩।

জানতে চাইলে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান গণমাধ্যমকে বলেন, আনসার সদস্য আসাদকে ৯টি ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছুদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

গত প্রায় তিন সপ্তাহ ধরে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ ও র‍্যাব। এই অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাও ঘটে আসছে। গত ২০ দিনে দেশের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে ১৩১ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।