জাতীয় সংসদের বাজেট অধিবেশন

সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু

২০১৮-১৯ অর্থবছরের ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার (৭ জুন) দুপুর ১২টা ৫১ মিনিটে এ বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এর আকার হবে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।