বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

দ্বাদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষার ফল প্রকাশ

দ্বাদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশের প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৭৩ জন।

আজ শনিবার (৩০ জুন) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত ফলাফল জানতে এখানে ক্লিক করুন

এর আগে, গতকাল শুক্রবার (২৯ জুন) সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা ঢাকাস্থ তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৯ হাজার ২৮৮ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গত ৬ মে দ্বাদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ১২ মার্চ দ্বাদশ বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী জজ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।