শপথ নিচ্ছেদ পাকিস্তানের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী বিচারক ইউসুফ সালিম (বাঁয়ে)

শপথ নিলেন পাকিস্তানের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী বিচারক

জন্মের পর থেকেই দুই চোখে দেখতে পান না পাকিস্তানের ইউসুফ সালিম। তবে এজন্য তিনি থমকে যাননি। নানা প্রতিকূলতা অতিক্রম করে শেষ পর্যন্ত দেশটির বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রথম অন্ধ বিচারক ইউসুফ সালিম গত সপ্তাহে মঙ্গলবার (২৬ জুন) নিজের অফিসে শপথ নিয়েছেন। এ ছাড়া দেশটির পাঞ্জাবপ্রদেশে আরও ২০ বিচারক শপথ নেন।

পাঞ্জাব জুডিশিয়াল একাডেমিতে এক অনুষ্ঠানে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ ইয়াওর আলী এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

লাহোরের ইউসাফ সালিমকে প্রথম বিচারক হিসেবে নিয়োগ দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। যদিও তিনি পরীক্ষায় সবার ওপরেই ছিলেন। পরে বিষয়টি পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের দৃষ্টিগোচর হলে তিনি তা লাহোর হাইকোর্টকে (এলএইচসি) পর্যালোচনা করতে বলেন। পরে তাকে বিচারক হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

সালিমের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার চার বোনের দুজনই দৃষ্টিপ্রতিবন্ধী।