ছবি - প্রতীকী

টাঙ্গাইলে আইনজীবীকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

টাঙ্গাইলের ঘাটাইলে ফরহাদ আলী (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই রুবেল মিয়ার বিরুদ্ধে। শনিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সাগরদিঘীর বেতুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আলী ওই এলাকার হাফেজ উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সাগরদিঘী বেতুয়াপাড়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে অ্যাডভোকেট ফরহাদ আলীর সঙ্গে তার চাচা রফিকুল ইসলাম ও দেলোয়ারের  দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরেই শনিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অ্যাডভোকেট ফরহাদ আলীকে রফিকুলের ছেলে রুবেল চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।