বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সুপ্রিম কোর্ট বারের মিলনায়তন বিএনপিকে ভাড়া দেওয়ায় আইনজীবীদের বিক্ষোভ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে প্রতিবাদ সমাবেশ করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তন ভাড়া দেওয়ায় সরকার সমর্থক আইনজীবীরা বিক্ষোভ করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে এ বিক্ষোভ করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার (২ আগস্ট) সকালে এক প্রতিবাদ সভা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমিতি ভবনকে রাজনৈতিক দলের কাছে ভাড়া দেওয়ার প্রতিবাদে দুপুরে সমিতি ভবনে বিক্ষোভ করেন সরকার সমর্থক আইনজীবীরা। তারা সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনকে ঘিরে ধরেন এবং রাজনৈতিক দলের কাছে হল ভাড়া দেওয়ার প্রতিবাদ জানান। তারা মিছিল সহকারে মিলনায়তনে ঢুকে পড়েন। এর আগেই বিএনপির নেতাকর্মীরা মিলনায়তন থেকে বের হয়ে যায়।

পরে সেখানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলরের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে এক সমাবেশ হয়। এ সমাবেশে আওয়ামী লীগের আইন সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলরের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সমিতির সাবেক সম্পাদক এস এম মনির, অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ও অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন- এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, শেখ মোহাম্মদ মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী টিকু প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, নিয়ম অনুযায়ী সমিতির মিলনায়তন আইনজীবীদের কর্মসূচি ছাড়া বাইরের কাউকে ভাড়া দেওয়া যাবে না। এমনকি আইনজীবীর নামে ভাড়া নিয়ে অন্য কেউ কোনো সভা-সমাবেশ করতে পারবে না। আদালত চলাকালে কেউ সভা-সমাবেশ করতে পারবে না। এসব নিয়ম অমান্য করে সমিতির সম্পাদক বিএনপির কাছে ভাড়া দিয়েছেন।

নেতৃবৃন্দ বিএনপির কাছে ভাড়া দেওয়ার জন্য সমিতির সম্পাদককে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় সম্পাদককে তার কক্ষে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।