ছবি - প্রতীকী

জয়পুরহাটে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৫ আগস্ট) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ বি এম মাহমুদুল হক এই রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন জয়পুরহাট সদর উপজেলার ধুলাতর গ্রামের নজরুল ইসলাম (৩৮)।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল জব্বারের মেয়ে পলি বেগমের (১৯) সঙ্গে ধুলাতর গ্রামের নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে নজরুল ইসলাম যৌতুক চেয়ে পলি বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পরে ২০০৫ সালের ৬ জুলাই রাত ১০টার দিকে পলি বেগমকে শয়নকক্ষে শ্বাসরোধে হত্যা করেন। হত্যা করে বাড়ির পাশে পুকুরপাড়ে ফেলে রাখেন। পরদিন ৭ জুলাই পলি বেগমের বাবা আবদুল জব্বার মৃত্যুর খবর পান। ওই দিনই জয়পুরহাট সদর থানায় নজরুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা দায়ের করেন। জয়পুরহাট সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) মামলাটি তদন্ত করে আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারকালে রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।