আইনজীবী ব্রুস ফিশার

নিউইয়র্কে বাংলাদেশিদের বন্ধু আইনজীবী ব্রুস ফিশার

চলার পথে দুর্ঘটনা ঘটতেই পারে। জীবনের পরতে পরতে আছে নানা বিপত্তি। রাস্তায় পড়ে গিয়ে আঘাত, ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে যে কেউ। জীবনের এই নানাবিধ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে নিউইয়র্ক প্রবাসীদের বন্ধু হয়ে উঠেছেন আইনজীবী ব্রুস ফিশার।

নিউইয়র্কে বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত এ আইনজীবী এরই মধ্যে লাখ লাখ ডলারের ক্ষতিপূরণ আদায় করে দিয়েছেন বাংলাদেশিদের। বিপদে-আপদে বাংলাদেশিদের পাশে দাঁড়াতে পেরে তৃপ্তিও বোধ করেন ফিশার।

বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৭৬ স্ট্রিটের নিজ কার্যালয়ে বসে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ব্রুস ফিশার বলেন, ‘বাংলাদেশিদের সেবা দিতে পেরে আমি আনন্দিত। নিজেকে শুধু একজন পেশাজীবীই মনে করি না আমি। পেশাগত দায়িত্বের বাইরে বাংলাদেশিদের আমি বন্ধু বলেই মনে করি। চলতি বছরেই বাংলাদেশিদের দুই মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ আদায় করে দিয়েছি।’

বাংলাদেশিদের নানা তৎপরতায় নিজেকে সদা সম্পৃক্ত রাখেন আমেরিকান এই আইনজীবী। তাঁর জ্যাকসন হাইটসের কার্যালয়ে দীর্ঘদিন থেকেই ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন কমিউনিটির পরিচিত মুখ বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।

কামাল আহমেদও জানালেন বাংলাদেশিদের প্রতি ব্রুস ফিশারের আন্তরিকতার কথা। তিনি বলেন, ‘ব্রুস ফিশার বাংলাদেশিদের যত্নের সঙ্গে সেবা দিয়ে থাকেন। প্রবাসীদের বড় বড় যেকোনো অনুষ্ঠান ও উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’

অন্য আইনজীবীদের থেকে ফিশার আরেকটি দিক থেকে ব্যতিক্রম। দুর্ঘটনা বা ক্ষতিপূরণ মামলার জন্য আগে থেকে কোনো ফি গ্রহণ করেন না তিনি। মামলা নিষ্পত্তির পর ক্ষতিগ্রস্ত ব্যক্তির সঙ্গে চুক্তি অনুযায়ী পাওনা আদায় করেন।

আমেরিকার আইনে গাড়ি দুর্ঘটনা, কর্ম ক্ষেত্রে দুর্ঘটনাসহ ভুল চিকিৎসার জন্য দায়ী পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা সম্ভব। এসব ক্ষতিপূরণ পরিশোধের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিমা রয়েছে। আইনের জটিল প্রক্রিয়ায় এসব ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রয়োজন একজন দক্ষ আইনজীবীর। নিউইয়র্কে ব্রুস ফিশার এমনই একজন দক্ষ আইনজীবী হিসেবে বাংলাদেশি কমিউনিটিকে তাঁর সেবা দিয়ে আসছেন। প্রথম আলো