জাল সনদ দিয়ে গণস্বাস্থ্যের পরিচালক : দুদকে আইনজীবীর অভিযোগ
দুর্নীতি দমন কমিশন (দুদক) লোগো

ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সাবেক বিচারকের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সাবেক সদস্য (বিচারক) মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২ অক্টোবর) রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা এ মামলা দায়ের করেন।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মোংলা কাস্টম হাউসের সাবেক কমিশনার নুরুল ইসলাম ৬৯ লাখ ৫০ হাজার টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। ওই অর্থের তথ্য তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে গোপন করেছেন।

দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এ মামলার এজাহারে।

এর আগে প্রসাধনী পণ্য আমদানির আড়ালে সাড়ে চার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২০১১ সালের ৪ জুলাই বাগেরহাটের মোংলা থানায় নুরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেছিল দুদক।

ওই মামলায় ২০১৬ সালের ১৬ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে তিনি জামিনে বেরিয়ে যান।