বাংলাদেশ সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

নাশকতার মামলায় আগাম জামিন নিতে বিএনপির শীর্ষ নেতারা হাইকোর্টে

পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতাদের কয়েকজন আগাম জামিনের জন্য হাইকোর্টে উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর ) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চে তাদের আবেদনের ওপর শুনানি হতে পারে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করবেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আমান উল্লাহ আমান উপস্থিত রয়েছেন।

গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা হয়।