সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ : জয়নুল আবেদীন

কোর্টের শৃঙ্খলা ভঙ্গ ও নিয়ম-নীতি না মেনে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিনজন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবেদীন বলেন, ‘জেষ্ঠ্যতা ও মেধার ভিত্তিতে বিচারপতি নিয়োগ দিতে হবে। বিচার বিভাগেই যদি শৃঙ্খলা না থাকে, বিচারপতিদের যদি জেষ্ঠ্যতাই না থাকে, বিচারপতিরা যদি অপমানিত হয় একজনকে নিয়োগ করার ফলে আরেকজন, তাহলে বিচারিক ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়।’

অনতিবিলম্বে বিচারপতি নিয়োগ ও পদোন্নতির একটি নীতিমালা তৈরি করতে হবে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এ সভাপতি। ভবিষ্যতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে রাজনৈতিকভাবে কাউকে যেন আর নিয়োগ দেয়া না হয় সে বিষয়ে নজর রাখারও আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান ননী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।