পাবনা সদর সাব-রেজিস্ট্রার ইব্রাহীম আলী

অবৈধ সম্পদ অর্জন: পাবনার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

২ কোটি ৩৮ লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে পাবনা সদর সাব-রেজিস্ট্রার ইব্রাহীম আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (১৫ অক্টোবর) সকালে দুদক পাবনা অফিসের সহকারী পরিচালক গোলাম মাওলা বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় এই মামলা করেন।

অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা দুদক পাবনা অফিসের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক মামলা দায়েরের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, দীর্ঘ অনুসন্ধানের পর এই মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে ইব্রাহীম আলীর (৫৮) বিরুদ্ধে দুদক পাবনা অফিস অনুসন্ধান শেষ করে। অনুসন্ধানকালে তার মোট অর্জিত ৩ কোটি ১২ লক্ষ ৬৫ হাজার ৫০২ টাকার সম্পদের মধ্যে ২ কোটি ৩৮ লক্ষ ১৪ হাজার ৯২৫ টাকার সম্পদ অবৈধ অর্জনের প্রমাণ পায় দুদক। যার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় ইব্রাহিম আলীর বিরুদ্ধে ঢাকায় মামলা রুজু করা হয়।