ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শাহদীন মালিকের বক্তব্য সাংবিধানিক ব্যাখ্যার নামে প্রতারণার আশ্রয়

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল:

আজ শাহদীন মালিকের বরাতে যুগান্তর পত্রিকায় একটি সংবাদ দেখলাম, সংসদ ভেঙে নির্বাচন করা যাবে এটা সংবিধানের অনুচ্ছেদ ১২৩ (৩)(খ) অনুযায়ী নাকি সম্ভব। এটি একটি সাংবিধানিক ব্যাখ্যা দেয়ার নামে প্রতারণার আশ্রয়।

এই অনুচ্ছেদে যা আছে তা হলো মেয়াদউত্তীর্ন ব্যাতিত অন্য কোনো কারনে সংসদ ভেঙে দেয়া হলে তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সংসদ “যদি ভাঙে”, এখানে মূল কথাটি হচ্ছে “যদি”, এই যদির এখতেয়ার কে রাখেন? সংসদ নেতা। সংসদ নেতা কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যিনি চাইলে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিতে বলতে পারেন। শাহদীন মালিকের এই এখতিয়ার নাই, আর তিনি যাদের এজেন্সি নিলেন সেই বিএনপি জামাতের উকিল মাহবুব উদ্দিন খোকন, মইনুল হোসেন, জয়নাল আবেদিন প্রমুখ, এদেরও কারো এই এখতিয়ার নাই। এটা সংসদ নেতার এখতিয়ার, তিনি না চাইলে সংসদ একদিন আগেও ভাঙবেনা। ভাঙার স্বপক্ষে কোনো যৌক্তিক কারনও দেশে নাই, যেমন অনাস্থা ভোট, জরুরি অবস্থা, ভাঙার পক্ষে জনমত ইত্যাদি ইত্যাদি। একটা জগাখিচুরি মার্কা ব্যাখ্যা দিলেই কি হলো?

লেখক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।